
কমেডি কিং কপিল শর্মা কে আবার দেখা যাবে তার ই প্রডিউস করা মুভি"ফিরাঙ্গি" তে।
২০১৫ তে ফিল্ম "কিস কিস কো প্যার কারু " তে তাকে দেখা গেছিলো চার জন নায়িকা এর সঙ্গে। কিন্তু এইবার তার নায়িকা একজন।আর তিনি কে? তিনি হলেন তনুশ্রী দত্ত এর বোন ঈশিতা দত্ত। যাকে এর আগে দেখা দেছিলো 'দৃশ্যম' মুভি তে অজয় দেবগন এর কন্যা এর ভূমিকা এ। "ফিরাঙ্গি " মুভি এর শুটিং ২৫ শে নভেম্বর থেকে ই শুরু হয়ে গেছে , ২০১৭ তে এই মুভি রিলিজ হবে এই মুভি তবে রিলিজ ডেট এখনো জানা যায় নি। এই মুভি এর শুটিং হয়েছে পাঞ্জাব আর রাজস্থান লোকেশন এ।

কপিল শর্মা তার শো এ এই মুভি এর সম্পর্কে দর্শক দের জানান যে তিনি এই মুভির সহ পরিচালক। এই মুভি তে ইশিতাকে দেখা যাবে একজন NRI কন্যা এর ভূমিকায় । যেখানে কপিল কে দেখা যাবে গ্রাম্য ছেলের ভূমিকায় , যে প্রেমে পড়েছে ওই NRI কন্যা এর। এর পর কি হবে তা জানতে হলে মুভি এর রিলিজ অবধি অপেক্ষা করতে হবে। কপিল শর্মা কে তার মুভি ফিরাঙ্গি এর জন্যে অনেক শুভেচ্ছা রইলো।